স্পষ্ট কথা - #SeedhiBaat
স্পষ্ট কথা - #SeedhiBaat


তীব্র তোমার আলিঙ্গনে
তারার স্বপ্ন তোমার বশে
ফিনিক্স তখন বুকে জ্বলে
হিমেল পরশ নিয়ে শুষে l
ব্রম্হান্ডের সব শক্ত কান্ড
ধমনীর অচেনা উচ্ছল গতি
তোমার স্পর্শে দুলছে শুন্য
নিরাকার ত্রিকাল যমের মতি l
নাকের গভীরে পরম টান
সাদা কনায় মেজাজ খুশি
চোখ ঢুলু ঢুলু মন দুলু দুলু
ত্রিকাল দর্শন নেশার বশী l
নষ্ট সময় বলি স্পষ্ট কথা
স্বর্গের গর্ভে বিচুটি ফুল
হীরক রাজার মাথার ব্যাথা
বংশের বীজে নেশার ভুল l
দুলছে তারা উড়ছে তারা
বায়স্কোপের রং চড়িয়ে
আম আদমির গ্যাঁটের হীরা
নাকের ভেতর যায় হারিয়ে l
বংশের গর্বে টাকার অসুখ
মুখোশের আড়ালে অন্য মুখ
লাল চোখে আফিম ঢেলে
স্পট লাইটের বেজায় সুখ l
অবুঝ ভাবে কাকে তারা?
আমআদমি নয়যে রাবিশ
স্বর্ণ যুগ তাই আনতে হলে
দাও তাড়িয়ে এই নেশার বিষ l
নেশার ব্যাথায় দুলছে যারা
সুস্থ হোক এই দেশের ব্যাথা
নেশা হারিয়ে জিতবে পেশায়
আজ এটাই থাক স্পষ্ট কথা l