STORYMIRROR

Karima Rinthy - কারিমা রিনথী

Crime

4  

Karima Rinthy - কারিমা রিনথী

Crime

ফিলিস্তিন: যেখানে আযান থেমে যায় গুলির শব্দে

ফিলিস্তিন: যেখানে আযান থেমে যায় গুলির শব্দে

1 min
263

ফিলিস্তিন: "যেখানে আযান থেমে যায় গুলির শব্দে"
লেখনীতে: কারিমা রিনথী


মিনার চূড়ায় আজ আর ধ্বনিত হয় না আযান,
আকাশে ভাসে শুধু গুলির কাঁপানো গান!
মসজিদের গম্বুজে রক্তের ছোপ পড়ে,
"আল্লাহু আকবার" — ডুবে যায় ধোঁয়ার ঘোরে।

একদিন যেখানে শিশুরা সেজদা শিখত,
আজ সেখানে শুধু লাশের সারি লিখিত!
ইমাম যে কণ্ঠে বলতেন শান্তির ডাক,
সেই কণ্ঠ আজ পাথরের নিচে চুপচাপ।

ঘণ্টার আগে বাজে বিস্ফোরণ,
তাকবিরের সুরে ঢোকে ক্রন্দনের অনুরণ।
পবিত্র ভূমি আজ চিৎকারের শহর,
নামাজের স্থলে কফিন রাখে ডগর।

জানো কীভাবে থেমে যায় আযান?
যখন দুনিয়ার ন্যায়বিচার করে অবহান!
যখন শিশুর কান্না হয়ে যায় অপরাধ,
আর এক জাতির দখল মুছে দেয় অস্তিত্বের সাধ।

তবু জানি, একদিন উঠবে সুর —
আযানের মতোই স্নিগ্ধ, নির্ভীক, পূর্ণ-নূর!
ওই ধ্বংসস্তূপের নিচে যেসব মাটি ভিজেছে রক্তে,
সেইখানেই "রব" ফোটাবেন আশার আলো, একদিন নীরবে।
 


Rate this content
Log in

Similar bengali poem from Crime