দৃষ্টির অলিখিত ব্যাকরণ
দৃষ্টির অলিখিত ব্যাকরণ
"দৃষ্টির অলিখিত ব্যাকরণ"
লেখনীতে: কারিমা রিনথী
নিঃশব্দ দুপুরে, চোখে চোখে খেলা,
কিছু না বলেও বুঝি মনের বলা!
ভাষা ছিল না, ছিল না উচ্চার,
তবু চোখে জ্বলত শত আবেগের সার।
তোমার দৃষ্টিতে এক মোহের জাল,
আমার চোখে পড়ে প্রেমের আলোচাল!
ঠোঁট সিল করে, নয়নে লিখি গান,
চোখে চোখ রাখলেই কাঁপে আমার প্রাণ।
পলকে পলকে গল্পের আবেশ,
না বলা কথায় জমে যেত রেশ!
ভাষাহীন প্রেমের এমনও দিন,
দৃষ্টি আর দৃষ্টিতে বাঁধা সেই চিন।
দূরে থেকেও সে চোখে ডাক দিতো চুপে,
ভালোবাসা হেসে উঠত চোখেরই রূপে!
যে প্রেম মুখে নয়, তবু ছিল স্পষ্ট,
চোখে চোখ রাখলেই বুঝি, ভালোবাসা কত।
চোখেরই ইশারায় প্রেমের পথ চলা,
চোখে চোখ মেলে ছিল অমোঘ বলা!
শব্দহীন ছিল, তবু ছিল ছোঁয়া,
চোখের ভাষাতে গাঁথা প্রেমেরই গাঁথা।

