তুমি আগুন
তুমি আগুন
"তুমি আগুন"
লেখনীতে : কারিমা রিনথী
তুমি আগুন, আমি কাঠ—
তোমার স্পর্শে পুড়ে উঠি রাতের পর রাত।
চোখে চোখ রাখলেই হয় বিস্ফোরণ,
তোমার ঠোঁটে লেগে থাকে লাল নিমন্ত্রণ।
তুমি যদি চাও, আমি ছুঁয়ে ফেলি আকাশ—
তোমার এক হাসিতেই হয়ে যায় আমার সর্বনাশ!
তোমার কেশের ঘন পাতায় ঘোরের ঘর—
আমি হারাই, আবার খুঁজি — প্রেমের পথচর।
তুমি হাওয়া, কিন্তু তপ্ত—
আমার সারা দেহজুড়ে তুমি শব্দহীন ঝড়ের গপ্ত!
তুমি সোহাগের নামতা, আমার ঠোঁটের গান—
তোমার নামেই শুরু, তোমাতেই শেষ আমার জান।
তুমি নেই, তাই আমি পুড়ি—
তবুও তোমার নাম লিখে রাখি প্রেমের খাতায় গুড়ি গুড়ি। তুমি আছো, চিরকাল—
আমার রক্তে, আমার স্পন্দনে।
তুমি প্রিয়সী, তুমি আগুন—
তুমি জ্বলে থাকো সহস্র বছর আমার প্রাণে ।

