"স্মৃতিলিপির শুকনো গোলাপ"
"স্মৃতিলিপির শুকনো গোলাপ"
"স্মৃতিলিপির শুকনো গোলাপ"
লেখনীতে: কারিমা রিনথী
ছোট্ট এক বাক্সে আজও বদ্ধ,
তোমার ছোঁয়া, সেই টিস্যুর গন্ধ!
রেখে যাওয়া ফুলটা শুকিয়ে গেছে,
তবু তার রঙে আমার মন ভেজে।
পাঁচটা বছর পার হয়ে গেছে ধীরে,
তবু ভালোবাসা রয়ে গেছে সেই একই নীড়ে!
তোমার দেওয়া ফুল, তোমার বলা কথা,
আমার নিঃসঙ্গ রাতের একান্ত সখা।
তুমি জানো না, কতোটা ছিলে প্রিয়,
তোমার অনুপস্থিতি করে হৃদয় ছিন্নভিন্ন!
"পরান" বলে ডাকতাম যত স্নেহে,
সে ডাক আজ ফিরে আসে কেবল দীর্ঘশ্বাসে।
প্রিয়সি আমার একটু ফিরে তাকাও, দেখো —
গোলাপটা আজও চায়, তুমি যেন আমায় বাঁচাও!
সে জানে, যেমন করে সে শুকিয়ে গেছে,
তেমন করেই আমার হৃদয় আজ নীরবে যাচ্ছে মরে।
তবু আমি আগলে রেখেছি ছিল যত স্মৃতি কথা,
কারণ তুমিই ছিলে আমার ভুবনের একমাত্র মিষ্টি ব্যাথা!
যদি কখনো মনে পড়ে, ফিরে এসো হেসে,
আমি ছিলাম, আছি এখনো — "স্মৃতির দরজায় নিরবে দাঁড়িয়ে"।

