সহসা যদি
সহসা যদি


যদি হঠাৎ আঁধার নেমে আসে
পৃথিবী জুড়ে,
যদি সহসা হুংকার তোলে
ইস্রাফিলের বাঁশি..
অথবা, ব্রহ্মাস্ত্র ছুড়ে দেয় অশ্বত্থামা
মহাশূন্যের থেকে ।
যদি আবার শুরু হয় সাগর মন্থন
অমৃতের সন্ধানে।
যদি লক্ষ-কোটি ড্রাগন মহাক্রোধের নিঃশ্বাস ফেলে
তামাম পৃথিবী জুড়ে ।
যদি মুহুর্তে ধেয়ে আসে মহাপ্লাবন
কোন সুনামির নাম নিয়ে,
কিংবা ছুটে আসে নক্ষত্র সব,
মহাকর্ষ অমান্য করে।
যদি চূর্ণ হয় পর্বত সব
আপন অভিমানে....
যদি বৃক্ষ সব রং হারায় এক লহমায় !
নেমেছে পৃথিবী জুড়ে
অধর্মের ঘোর অন্ধকার....
নিয়েছে জন্ম এজিদের দল
সহস্র মাবিয়ার ঘরে !!!
কে নেবে রক্ষার ভার তোমার আমার ??
কে আছেন নূহ্ (আ:) সম ?
কোথায় কৃষ্ণ বা নীলকন্ঠরা আজ ?