আমি নারী
আমি নারী
আজকে হঠাৎ মিনি তার মাকে প্রশ্ন করে -
"ও মা! মা !
আজ কি বাইরে না বেরোলেই না?"
মা শুনে মুচকি হেসে কাছে টেনে বলে -
"কেন রে মা ?এমন বলিস?
অন্য দিন তো সন্ধ্যা মাঠে ছুট্টে গিয়ে খেলিস।"
অমনি মিনি ভয় ভয় মাকে জড়িয়ে জানায় -
"জানালা দিয়ে দেখলাম যে,
আজকে হঠাৎ করে,
বাইরে যে ওরা বসে আছে,
আমায় খাবে বলে!
সেই দিনই যে আমার মতো,
আরেকজন কে ধরল,
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তাকে,
জ্যান্ত পুড়িয়ে মারলো।
আজকেও যদি আমাকে ওরা,
দেখতে পায় মা,
পরের দিনকে তোমার মেয়েকে,
আর দেখতে পাবে না।
তাই যদি মা আজকে আমি,
বাইরে না বেরোই,
চুপটি করে আজকে আমি,
তোমার কোলের কাছে রই!"
হঠাৎ করে মা মেয়েকে,
লাঠি ধরিয়ে বলে -
"মনে রাখবি দুর্গা মা,
এক নারীর হাতে,
বধ হয়েছিল নড়ে।
তোকেও গিয়ে লড়তে হবে,
অস্ত্র তল তুই হাতে,
এমন করে মারবি তাদের,
কোনদিন যেন কোন নারীর উপর,
অত্যাচার করে না যাতে।
একজন থেকে একশ হবে,
সেখান থেকে হাজার,
বন্ধ হবে পৃথিবীতে,
নারীদের উপর অত্যাচার। "
----ঈশানী চক্রবর্তী
