STORYMIRROR

Ishani Chakraborty

Tragedy Inspirational

4  

Ishani Chakraborty

Tragedy Inspirational

নারী

নারী

1 min
227

৯ মাস পর আমি হলেই ,

" নারী ? The loss ! " 

তাহলে আজকে কেন হঠাৎ করে ,

" নারী ! The boss? " 


কালকে আমায় পাড়ার মোড়ে ধর্ষণের হুমকি দেয়,

আজকে আবার সেই এসে , 

প্রণাম করে যায় ।


কালকে রাঁধতে দেরি হলে , 

দাগে ভরিয়ে দিলে , 

আজকে কেন ঢং করে তুমি , 

মলম লাগাতে এলে?


সবই কি শুধু আজকের দিনে নারী দিবস বলে??


নারী তোমার খেলনা নয়! 

যে যখন ইচ্ছা খেলবে , 

আবার বছরে একদিন এসে 

নারী দিবস করবে ।


যেদিন থেকে নারীকে তুমি সম্মান করতে পারবে ,

সেই দিনই আবার নতুন করে , 

নারী দিবস করবে ।


              - ঈশানী চক্রবর্তী।


Rate this content
Log in

More bengali poem from Ishani Chakraborty

Similar bengali poem from Tragedy