সহজ সরল মানুষ
সহজ সরল মানুষ
সহজসরল মানুষ হওয়া
সত্যি খুবই কঠিন ব্যাপার
আমার অনেক সাধ হয়েছিল
সহজ সরল মানুষ হবার।
হয়তো হতেম এমন কেউ
যে করবে সবার উপকার
বিনিময়ে প্রয়োজন নেই
ধন্যবাদ বা শুভেচ্ছার।
শুনেই যেতাম সবার আদেশ
খাটতে খাটতে জীবনটা শেষ;
এই কথাটা মনে আসবে না।
সহজ সরল মানুষ হওয়া
সহজ কোনো ব্যাপার না।