অন্ধকার
অন্ধকার
1 min
1.0K
অন্ধের থেকে অন্ধকারকে
কে আর বলো বেশি দেখে।
আমার থেকে, তোমার খবর
কে আর বেশি রাখে।
মন দিয়েছি উজাড় করে,
শুধু খাঁচায় দেহটা রইলো পড়ে।
থাকতে চাই আর কটাদিন,
ওই তোমার মনের অচিনপুরে।
চাইলে আমার সবই নিও,
পারলে শুধুই স্বপ্ন দিও
তোমার দেওয়া স্বপ্ন গুলো
আমার মনের স্মৃতি ধুলো।
অন্ধের থেকে অন্ধকারকে
কে আর বলো বেশি দেখে।
আমার থেকে, তোমার খবর
কে আর বেশি রাখে।
অন্ধ দেশের আয়না দোকানে,
রূপসী গানেরা গল্প বোনে...।।
অন্ধ দেশটা সারাটা জীবন,
আয়নাতে দেখার স্বপ্ন শোনে।।