STORYMIRROR

Soumo Sil

Crime Inspirational Others

3  

Soumo Sil

Crime Inspirational Others

শ্রেষ্ঠ আদর্শ

শ্রেষ্ঠ আদর্শ

1 min
157

আদর্শ নিয়ে জন্ম, তবে!


ভালো ছেলে হবে।


যদি মেয়ে হয়, সে!


আদর্শ কী পাবে?


ছেলেটা খুব ভালো, তবে!


মেয়েটা কী বাজে?


যে ছেলে নেশায় ডুবে,


আদর্শ কী তার সাজে?


ছেলেটার প্রলোভনে,


হয়েছে মেয়েটি নগ্ন।


সুখের শেষে ছেলেটি বলবে,


মেয়েরা চরিত্রহীন!


আদর্শ শুধু ছেলেরা রাখে,


মেয়েদের জন্য এটা নয়।


অজুহাত দেবে বিচ্ছেদের,


আসলে সেসব কিছুই নয়।


ছেলেরা আনন্দ খোঁজে,


মেয়েরা খোঁজে নিঃশ্বাস!


ছেলেটির আদর্শ মাটিতে পড়ে,


মেয়েটির কণ্ঠে বিশ্বাস।


কুমারীত্ব হরণ করা ছেলেটির নেশা!


সুখ শেষে, মেয়েটি হয়ে যাবে বেশ্যা।


আদর্শ তো সবার জন্য,


নারী পুরুষ সবারই।


কিছু নারী আছে,


যারা আদর্শহীন নয়।


এমন পুরুষ করবে তারা শেষ,


না পেয়ে কোনো ভয়।


মেয়েরাও নয় কম দোষী,


আছে সুশিক্ষার অভাব।


ছেলেরা তো দেবেই প্রলোভন,


এটাই তাদের স্বভাব।


নারী পুরুষ নির্বিশেষে,


সমান দোষী সবাই।


যৌন চাহিদায় আসক্ত যারা,


আদর্শহীন তারাই।


আদৰ্শবান শুধু ছেলেরাই নয়!


মেয়েরাও আদর্শ রাখে।


আদর্শরক্ষা নিজের দায়িত্ব,


নেশা চাপা পড়ে থাকে।


~ছন্দটি উৎসর্গ করলাম সেই সব ছেলেদের জন্য যারা বিচ্ছেদের অজুহাতে যৌনচাহিদা পূর্ণ করে। এটা তাদের কাছে আন্নন্দ, এটাও তারা অস্বীকার করে। প্রতিনিয়ত সেইসব ছেলেরা অপরাধ করে যাচ্ছে আবার তারাই জ্ঞান দিচ্ছে, নীতিকথা শোনাচ্ছে। নির্লজ্জের মত বলছে এটাই জীবন আর জীবনে চাহিদার কোনো শেষ নেই।

পরিশেষে পরিণীতি এরা নিজেরাও জানে না।


ধন্যবাদ।।


Rate this content
Log in

Similar bengali poem from Crime