আদিকথা
আদিকথা
কোমল হাতের স্পর্শে আমি,
চিনেছিলাম আপন ভূমি।
স্মৃতিগুলো সব আঁকড়ে ধরে,
ভেসে গেল তারা স্রোতের তোরে!
চিনেছিলাম এক নতুন মানুষ,
উড়িয়ে দিলো স্বার্থের ফানুস।
বিশ্বাস আর আসবে না ফিরে,
একলা মনে, সংশয় রয়েছে ঘিরে।
অসীম সুখেরও নেই কোনো পূর্ণতা!
জীবন ভরে আজও আছে সেদিনের শুন্যতা।

