STORYMIRROR

Soumo Sil

Abstract Crime Fantasy

3  

Soumo Sil

Abstract Crime Fantasy

দুরুহ সাক্ষাৎ

দুরুহ সাক্ষাৎ

1 min
7

আঁধার রাতের স্তব্ধ শহরে পথে ওরা কারা?

আতঙ্কিত মেয়েলি কণ্ঠে বিপদ দিচ্ছে নাড়া!

প্রবল বেগে বইছে বাতাস, আতঙ্ক আসছে তেড়ে,

অসহায় কণ্ঠে তীব্র আর্তনাদ, সন্মান নিওনা কেড়ে!

আরোগ্যশালায় নিত্য সেবা দান করা যার ধর্ম,

মানুষ বাঁচায় এমন সে জন করছে মহৎ কর্ম।

আরোগ্যশালার প্রবেশ পথে হটাৎ ঘন আঁধার!

হিংস্র সব পিশাচের হস্তে রুদ্ধ হলো দ্বার।

বেদনা ভরা ক্রন্দিত স্বর, নিমেষে গেল থমকে!

সংশয় মনে সন্ধানেতে প্রণয়ী গেল চমকে।

বস্ত্রবিহীন রক্তমাখা করুণাময়ীর নিথর দেহ,

মাটিতে সে গেছে মিশে, ছুঁচ্ছে না তাকে কেহ!

কোন নিয়মে আলোড়নের ঝড় করবে ওরা প্রতিহত?

ভ্রান্ত দোষীর মুখটি ঢেকে অস্ত্র হাতে করছে মাথা নত!

সিংহাসনে রয়েছে বসে বিষধারী তক্ষখ!

অস্ত্রধারী রক্ষাকর্তা স্বয়ং ন্যায়ের ভক্ষখ।

বিদায়বেলায় অশ্রুজলে ভিজবে পরিজন,

আড়াল থেকে অট্টহাসি হাসবে পিশাচগণ।

ন্যায়ের পক্ষে কঠিন লড়াইয়ে যদি চাও সুবিচার,

তবে, নারী তুমি উমা হয়ে বধ করো নরপিশাচ।।


~ আরজি কর মেডিক্যাল কলেজে সম্প্রতি ঘটা মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং নৃশংস ভাবে খুনের ঘটনার প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তির(ফাঁসি) দাবি জানাচ্ছি, প্রত্যেকের দৃপ্ত কণ্ঠে ফুটে উঠুক ধর্ষণ এবং নৃশংস হত্যার প্রতিবাদ, দোষীরা কেউ যেন বাঁচতে না পারে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract