বিষাদ
বিষাদ
অতীতের খাতায় দেখি মন ভাঙার ব্যাথা!
দাঁড়িয়ে আছি নতুন স্রোতে,
ভেসে চলে আমার সফলতা!
দিন শেষে সন্ধে নামে,
যারা ছিল পাশে তারা আর কেউ নেই,
অনুভব করি শুন্যতা।
অন্ধকার ঘন হয়, রাত্রি নামে!
শোনা যায় দীর্ঘশ্বাস।
সফলতাকে সরিয়ে রাখি,
হাজির হয় ব্যার্থতা! শুধুই ব্যার্থতা!
