প্রাকৃতিক উল্লাস
প্রাকৃতিক উল্লাস
1 min
4
খুলিবো দ্বার!
পাইবো শান্তি,
দুর হইতে গগন দেখি!
ঘুঁচিবে অন্তহীন ক্লান্তি।
বাহির হইয়া চাহিয়া দেখি,
বাড়ির পাশেই ছোট্ট ঝিল,
স্বচ্ছ তাহার জল!
সৌর কিরণ পড়িয়া করিতেছে ঝিলমিল।
বায়ুর তোরে দুলিতেছে দেবদারু বন,
প্রাণ জুড়ানো পরিবেশে, উদাস হইলো মন।
প্রকৃতিসৃষ্ট সৌন্দর্য, অঙ্কিত অপরূপ চিত্র ,
তাহার মাঝেই খুঁজিয়া পাইলাম আমার শ্রেষ্ঠ মিত্র।।
