দেহান্ত বিলাপ
দেহান্ত বিলাপ
ছুটে আসা দিন ফুরিয়ে হয় রাত্রি,
আধার নামে চোখে,
দেখতে থাকে সাদা আলোক বিন্দু,
চোখের পলক পরে না!
থমকে যায় জীবন!
ঝড়ে পরে ফুলের মতো,
মিশে যায় মাটিতে।
শান্তির বাতাস স্পর্শ করে।
পীড়া ত্যাগ করে দেহ,
বিলীন হয়ে যায় ধরণীর বুকে।।
