পরিহাস
পরিহাস
কত রাত, আমি জেগেছি তোমার আশায়।
ফেলে আসা সময়, কেটেছে ধোঁয়ার নেশায়।
স্বার্থ খুঁজেছো, ভালোবাসা তুমি বোঝোনি।
ধোঁয়ার মাঝে সেদিনও মিলতে আমি পারিনি।
অতীতের কথা আমি মনে করবো না।
তুমি পরে গেলেও আমি আর ধরবো না।
যদিও তুমি চলে গেছো, বলেছিলে স্বার্থ শেষ,
আজও বাজে সেই সুর হৃদয় মাঝে।
হটাৎ একদিন বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়ে দেখি,
একি! তুমি বসে আছো কনের সাজে।।
