STORYMIRROR

Soumo Sil

Romance Fantasy Others

3  

Soumo Sil

Romance Fantasy Others

ভ্রান্ত প্রণয়

ভ্রান্ত প্রণয়

1 min
4

গভীর চেতনায় ফিরবে জীবন,

চক্ষুদুটি দেখবে চেয়ে তোমার ভগ্নদশা।

এক দিনে জন্মায় না প্রেম,

নিরাকার ব্যার্থ ভালোবাসা।

হৃদয়ের রক্ত টুপ টুপ্‌ করে ঝরবে কতক্ষন,

পরক্ষনেই ভ্রম হবে কে পর আর কেই বা আপন।

তুমি আবারও ভুলে যাবে!

হ্যা! তুমি আবারও ভুলে যাবে।

অবিরাম বাক্যালাপে হৃদয় হবে মধুর,

আবারও তুমি দেখতে পাবে,

মায়াবী আঁখিতে সুদূর।


Rate this content
Log in

Similar bengali poem from Romance