জন-অরণ্য
জন-অরণ্য


জন-সমুদ্রের উত্তাল তরঙ্গ মাঝে
জীবনের আসে অপমৃত্যু,------
বেওয়ারিশ লাশ হওয়ার আগে
বলে যায় খুনির নাম।
উত্তাল তরঙ্গে আন্দোলিত হিমশীতল জনতা
হয় কঠিন শুভ্র তুষার।
নির্বিকার চিত্তে চেয়ে থাকে আকাশপানে।
সূর্যের রশ্মিকে জানায় আমন্ত্রণ,-----
সাজে অপরূপ মোহময় সাজে।
মনমোহিনী শোভায় পুলকিত করে
সমাজ-সংসার।
হৃদয়ের মাঝে
অব্যক্ত কঠিন সত্যকে লুকিয়ে,---
বেরোনোর পথ যার
দুর্ভেদ্য লৌহকপাটে আবদ্ধ।
বেওয়ারিশ মৃতের আত্মা কাঁদে
লাশ কাটা ঘরে,------
বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করে দিতে চায়
জাগতিক সত্যকে।।