বিবেক
বিবেক


তুষার শুভ্র পাহাড় চুড়ায় যখন অসহ্য ঠান্ডায়
উৎকন্ঠায় দিন কাটে,-----
বিবেক তুমি ছুড়ে দাও এক মুঠো
তপ্ত সোনা রোদের ঝলক।
প্রচন্ড ভ্যাপসা গরমে যখন অবিরত
ঝরণা ধারায় শরীর ক্লান্তিতে ঢলে পড়ে,----
কোমল হাতে তাল পাতার পাখায়
ছড়িয়ে দাও দখিণা বাতাস।
গ্রীষ্মের দাবদাহে যখন তৃ্ষ্ণায় আকূল
বহন করে আনো কালবৈশাখীর ঝোড়ো হাওয়া
সাথে সুমিষ্ট বরফ শীতল করুণাধারা।
তোমারই পরশে প্রাণের স্পন্দন জাগে
মৃত মানুষের হৃদয়ে,-----
ঘরে ঘরে বেজে ওঠে
আনন্দ উৎসবের মধুর রাগিনী।।