স্মৃতি
স্মৃতি
ফিরে ফিরে আসে স্মৃতি কণা রাশি,
অমোঘ টানে খান খান করে হৃদি শশী।
হেলায় হারিয়েছি যে ধন তারে খুঁজে মরি,
খরস্রোতা নদী গভীরে মিলিয়েছে যে তরী।
বিহ্বল চিতে চেয়ে থাকি সুদূর অতীত পানে,
অন্তর মাঝে যত সঞ্চিত ব্যথা ঘোরে পুরাতনের টানে।
ঝ'রে পড়া সে মুকুল খূঁজি অমাবশ্যা রাতে,
বিদায় লগনে যদি মেলে ভ'রে নেবো দু'হাতে।
লেখা রবে হৃদে স্মৃতির স্বর্ণখনি মাঝে,
মিলাতে সবা সাথে যেথা কল্পিত স্বর্গ সুখ বিরাজে।।