নিঃশেষ নির্যাতিতা
নিঃশেষ নির্যাতিতা
সঙ্গী জীবনে শুধু ছায়া
না কেউ করেনা দয়া।
লাগেওনা তাদের মায়া
মৃত্যু চিন্তা দিচ্ছে ছোঁয়া।
হয়তো পাবোনা সুখ
পাবো কি শান্তি?
দুঃখে আছি ডুবে আমি
জীবন ভর্তি ক্লান্তি।
এইতো সমাজ
আর এইতো বিশ্ব।
ঘটে যাচ্ছে এরকম
অসংখ্য দৃশ্য।
পাপ ঢাকতে
হচ্ছে খুন নৃশংস।
কোথায় হচ্ছে আর
পাপীরা ধ্বংস।
ক্ষুন্ন হচ্ছে প্রতিদিন
অমূল্য নারীশক্তি।
তবুও হুশ নেই এ বিশ্ববাসীর,
বিচার আর যুক্তি!
সভ্য সমাজে
তবে কি সবাই বন্য?
দয়াও নেই
কারো মনে নগণ্য।
স্বার্থ চিন্তায়
থাকে সব মগ্ন।
এইতো সমাজ
যেখানে মনুষ্যত্বই ভগ্ন।
সমাজের রেষে
এই জীবনটা ভীতু।
সব শেষে অনায়াসে
গ্রহন অকাল মৃত্যু।
স্বপ্ন শেষ,শান্তি ধ্বংস
কেন সঙ্গী হবে মিথ্যা।
মৃত্যুকে প্রনাম করে
নিঃশেষ নির্যাতিতা।
