STORYMIRROR

Rocky Kazi

Abstract Others

2  

Rocky Kazi

Abstract Others

অল্পকল্পনা

অল্পকল্পনা

1 min
687

যদি কল্পনা করি অল্প

যদি হারাতে না পারি স্বল্প

যদি দুঃখ-কষ্ট নাহি থাকিত এ মনে

তবে কি বুঝিতাম জীবনের প্রকৃত মর্ম।


আঘাত বেদনা যদি না থাকিত মনে

প্রফুল্ল থাকিত মন সর্বদা যশ ও ধনে

সুখের সাগরে ডুবে থাকিতাম সর্বক্ষণে

সদা শান্তির সহিত এই কি জীবনের কর্ম।



জীবন কাটিতো না যদি অনাহারে অনশনে

ক্ষুধা নিয়ে ঘুরিতাম না যদি পথে-ঘাটে বনে

হাত বাড়াতাম না যদি অন্যের জন্য

তবে কি বুঝিতাম জীবনের ধর্ম।



আসিত না জীবনে যদি কোনো অনর্থ

সর্বদা পূরণ করিতাম আপন স্বার্থ

যদি না হইতাম কোনদিন ব্যর্থ

তবে কি বুঝিতাম সাফল্যের অর্থ।



যদি কল্পনা করি অল্প

জীবনের অর্থ রয়েযেতই গল্প

তাই অল্প কল্পনা করা মনে

জীবনের পূর্ণ স্বাদ পাইব জীবনে?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract