STORYMIRROR

Rocky Kazi

Romance Tragedy Others

3  

Rocky Kazi

Romance Tragedy Others

শুষ্ক হৃদয়

শুষ্ক হৃদয়

1 min
285

আমার শুষ্ক হৃদয়ে,

এক ফোঁটা বৃষ্টির জল এসে।

মগ্ন করে এ মন আমার‍ই,

অতীত আসে ভেসে।


শেষবেলাতে যেদিন তরি

ভিড়বে তােমার দেশে।

দিনের আলাে ঠেকবে যেদিন,

প্রদীপ শিখায় এসে। 


হয়তাে সেদিন বৃষ্টিভেজা

শ্রাবণ সাঁঝের ঘাটে।

একাকী আমিই ফেলেছি নােঙর

একাকী নীরব তটে।


হয়তাে সেদিন সময় নেবে

চিনতে আমায় দেখে।

তােমায় কিন্তু একটিবারেই

চিনব দূরের থেকে। 


তিন বছরে অনেক কিছুই

বদলে গেছে শুধু।

যেমনটি ছিলে তেমনই আছাে,

আজ তুমি কারাে বধূ।


চুরি যাওয়া আলাে, দিবস ফুরালাে, 

তুমি আমি নির্বাক।

ভুবন আমার আঁধার হলাে

রাঙা তব সিথি বাঁক। 


বুকটা আমার ফাটবে ঠিকই

হাসবাে তবু মুখে।

অশ্রু তুমি সামলে নিও,

কাজল হরিণ চোখে। 


চাওয়া-পাওয়াগুলাে একই থেকে গেছে।

অভাবটা অধিকারে।

দাবি নেই শুধু অনুরােধ করি

রাখাে যদি মাের তরে।


পথিক আজি তােমার দ্বারে

হয়তাে তবু চেনা।

অবজ্ঞাতে ফিরিয়ে যেন, 

নিওনা ও মুখখানা।


প্রবাসীরে এই দিওগাে ঠাঁই

তােমার উঠোন ভাগে।

ভয় পেওনা বিদায় নেব

আঁধার ঘেচার আগে।


আঁধারেতেই এসেছিলাম 

আঁধার বিদায় বেলা।

তােমার তরে রেখে গেলেম

অসীম আলাের ভেলা।


এই দুঃখভরা স্মৃতি 

ভোলাতে কি পারে শেষে?

আমার শুষ্ক হৃদয়ে,

একফোঁটা বৃষ্টির জল এসে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance