STORYMIRROR

💖Susmita Goswami💖

Abstract Tragedy Crime

3  

💖Susmita Goswami💖

Abstract Tragedy Crime

মানুষ না অমানুষ?

মানুষ না অমানুষ?

2 mins
231

মানুষ আজ ভুলে গেছে, সৌজন্য দেখিয়ে হাসতে

মন থেকে চলে গেছে, মানুষকে ভালোবাসতে

শুধু তারা জানে, ঠকবাজি আর স্বার্থপরতার মন্ত্র 

আর জানে সেই বিশ্বাসঘাতকের কুটিল ষড়যন্ত্র। 

          ------------------

মানুষ আজ ভুলে গেছে, দুঃস্থ কে সেবা করতে 

দৃঢ় প্রতিজ্ঞা ভেঙে গেছে, নিজের পায়ে নিজে দাঁড়াতে 

শুধু তারা বলে , দূর ছাই কি হবে ওর করে? 

আরাম আয়েসে ঠকিয়ে পরের নেবোই শুধু কেড়ে! 

           -------------------

মানুষ আজ ভুলে গেছে বড়দের দিতে সম্মান! 

মন থেকে নিভে গেছে, দয়া, সেবা, দান ! 

শুধু তারা মানে, ভক্তি শ্রদ্ধার চল নেই আর আজ 

পুণ্যি করলেই হবে না যে তার মনের মতো কাজ! 

           ------------------

মানুষ আজ ভুলে গেছে পুরোনো দিনের স্মৃতি 

মন থেকে নিয়েছে বিদায়, আবেগ মাখানো গীতি 

শুধু তারা শেখে, রসকষহীন আধুনিক সব বিদ্যা

অর্থহীন, এলোমেলো সব সূরের প্রতি শ্রদ্ধা  

          -----------------

মানুষ আজ ভুলে গেছে, গাছ বন্ধুর মর্ম 

মস্তিষ্ক থেকে বিনষ্ট হয়েছে মনুষ্যত্ব ধর্ম! 

শুধু তারা বোঝে, কিছু সুবিধা, কিছু টাকা হলো সব 

মানহীন সেই মানুষ আজ পায় না কিছুতে বৈভব।  

         --------------------

মানুষ আজ ভুলে গেছে, ঈশ্বর কাকে বলে 

কৃতজ্ঞ বোধ থাকে যে তার মনের অতলে 

শুধু তারা জানে, ঈশ্বর হলো মৃত এক প্রতিমূর্তি

যার নেই স্পন্দন, নেই দর্শন, নেই কোনো অনুভূতি। 

          ----------------

মানুষ আজ ভুলে গেছে, শিক্ষার কি দাম

তাই তো আজ শিক্ষিত মানুষ হয়েছে নিষ্কাম 

অল্পবিদ্যায় আন্দাজ করে, শিক্ষা টাকার খেলা

তাই তো আজ জগত হাট এ, অশিক্ষার মেলা! 

         ---------------

মানুষ আজ ভুলে গেছে, পরোপকারের দাম

মন থেকে মুছে ফেলে তারা, কৃতজ্ঞতার নাম! 

শুধু তারা পারে, উপকারীকে চিরতরে ভুলে যেতে

প্রতিদানের বদলে শেষে চায় তাকেই বিপদে ফেলতে! 

         ---------------------------- 

মানুষ আজ ভুলে গেছে, পশুপাখির কষ্ট। 

তার ই চরম ভুলে আজ সৃষ্টি হচ্ছে বিনষ্ট

শুধু তারা করে, মিত্র প্রাণীদের নিঠুরের মতো হত্যা

সৃষ্টির ধ্বংস চোখেই দেখে না, বোঝে না যে তার সত্বা। 

       -------------------------

মানুষ আজ ভুলে গেছে, সবজাতিই সমান। 

তাদের বড়োই অসুবিধা হয় মেয়েদের দিতে সম্মান। 

শুধু তারা ভাবে, জাতি বর্ণের প্রভেদ ই হলো সব

পুরুষ সবল, নারী দূর্বল ---- এই মূল জনরব।

         ------------------------

মানুষ নাকি শ্রেষ্ঠ জাতি এ বিশ্বের মাঝে! 

মানবতার পরিচয় সে দিয়েছে কোন কাজে? 

শুধু শৃঙ্খলা কে ভুলে গিয়ে বিশৃঙ্খলায় মেতে! 

সারা জগত আত্মসাৎ তারা করছে নিজের হাতে। 

না আছে দয়া, না আছে মায়া, না আছে একতা। 

শুধু আছে তাদের, বুদ্ধিভ্রষ্ট স্থূলাকৃতি মাথা!

এর ফলে তারা ভুলেছে সব, হয়ে গেছে বিভীষিকা। 

জানি না এই জগতের বুকে কি দুর্ভাগ্য লেখা! 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract