STORYMIRROR

💖Susmita Goswami💖

Romance Tragedy

4  

💖Susmita Goswami💖

Romance Tragedy

অবহেলা!

অবহেলা!

1 min
373

ছিলাম একদিন তোমার প্রিয় 

আজ হয়ত আর তেমন কেউই নই !

আমার কষ্টে তুমি খুশি 

তাইই আমি নীরবে সই!

আমার সাথে কথা না বলেও

থাকো তুমি ভালোই 

সবকিছু কেমন পাল্টে গেল 

বোঝো না আর কিছুই। 

আমি কাঁদলেও তুমি দেখো না 

শুনতে পাও না আমার চিৎকার 

যন্ত্রণায় মরে যখন যাই আমি 

তখনো তুমি কেমন নির্বিকার! 

কবে হলাম এত বিরক্তির? 

কবে হলাম পর? 

আজও আমি পাইনি যে

তোমার থেকে সে উত্তর ।

প্রথম তো তুমিই বলেছিলে

সম্পর্ক করতে

আজ তবে তুমিই শেষ করলে

সেই সম্পর্ক নিজের হাতে! 

আমার কাছে তো একটা হৃদয়ই ছিল

যা দিয়েছিলাম তোমায়

জানি না তুমি কি করেছো সে হৃদয় 

রেখেছ নাকি ফেলেছ হারায়! 

আজ আমার জন্য তোমার কাছে 

ব্যস্ততা আর অজুহাতের ডালি 

আমার চোখের জল শুকিয়ে গেছে 

মনটাও হয়ে গেছে খালি। 

আছি বেঁচে জীবন্ত লাশের মতো

যে লাশের গন্ধ নেই, দাহ নেই

কিন্তু তুমি কেমন খুশিতে আছো দেখো

আছো আগের মতই সেই। 

পুড়ছি আমি মনে মনে 

পাচ্ছে না কেউ দেখতে। 

পুড়তে পুড়তে ছাই হব যেদিন 

সেদিন পারবে বুঝতে। 

মুখে আমার সকালে হাসি

রাতে চোখের জল 

চাঁদ আমাকে হেসে বলে, 

কত আর কাঁদবি বল? 

কেউ কি দেখছে তোর চোখের জল ?

কেউ দেখছে কি তোর কষ্ট ?

কেন তবে করছিস তুই ,

নিজের জীবন নিজে নষ্ট? 

এই পৃথিবীতে কেউ কারো নয় 

একা এসেছে একাই যাবে

মাঝে শুধু সম্পর্ক কয়েকটা

মায়ার মতোই হয়ে রবে। 

আমি থাকি নীরব হয়ে 

যমেও নেয় না আমায়

যমের অরুচি আমি বুঝি

তাই আমায় রাখে বাঁচিয়ে! 

গভীর রাতে সবাই ঘুমিয়ে 

আমি আছি জেগে

তোমার ছবি দেখতে দেখতে 

তোমার চোখের সামনেই

তুমি আমাকে দেখবে মরতে। 

থাকলে প্রিয়, সবাই করে

অনেক অবহেলা। 

হারালে পরে বুঝবে তখন

শূন্যতার কি জ্বালা! 

 



Rate this content
Log in

Similar bengali poem from Romance