জীবন ও মৃত্যু ।
জীবন ও মৃত্যু ।
জীবন মানে পাখির ডাকে নতুন ভোরবেলা ,
ঝাউবনে পাতার ফাঁকে সূয্যি আলোর খেলা । জীবন মানে গাঁয়ের পথে বাউলদলের গান ,
নদীর স্রোতে হাওয়ার বেগে পালতোলার টান।
জীবন মানে কিছু সময়ে ভালোমন্দের ফাঁকি,
ইচ্ছে করে , ফিরে পাওয়া বন্ধুকে ধরে রাখি ।
জীবন মানে না পাওয়া কিছু স্বপ্নকলির মালা,
আড়াল থেকে দুঃখে ভরা মনের দুয়ারে তালা।
জীবন মানে সবার মাঝে নিজের প্রতি মায়া ,
মৃত্যুর আগে চোখে ভাসে পুরানো স্মৃতির ছায়া ।
জীবন মানে সবার কথাই একটু মনে রাখি ,
জীবন যদি এটাই হয় , মৃত্যুটা তবে কী ?
মৃত্যু হলো গোটা জগতের প্রকৃত এক সত্য
যাকে এক কথাতে, এই লাইনে যায় না করা ব্যক্ত।
যার নেই ছলনা, নেই প্রতারণা নেই কোনো বঞ্চনা
তবুও সবাই শেষের তীরেতেও মৃত্যুকে চায়না।
আমার আমার করে শেষেও সব নিয়ে নেয় তার
জীবিত কালে হিসেব নিকেশ ছাড়া চলত না দিন যার।
চিরটাকাল রং অভিনয়েই তো কাটায় সকলে জীবন
মৃত্যু আসলে ভয় কেন পাও, বোঝো না কেন তখন,
জীবন মৃত্যু আলিঙ্গনেই চলছে যে মোদের বিশ্ব
মৃত্যু দেখলেই কেন মনে করো, তুমি হলে আজ নিঃস্ব?
মৃত্যু শত যন্ত্রণার হলেও মৃত্যু ছাড়া জীবন টা কি?
মৃত্যু আসলে , জীবনের মায়ায়, মৃত্যুকে কভু দিও না ফাঁকি।
