দুরন্ত ঘূর্ণিডাঃ গৌতম মান্না
দুরন্ত ঘূর্ণিডাঃ গৌতম মান্না
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে তাক
দুনিয়া দেখেছে ফণীর ফাঁকে ফাঁকে
এই দুরন্ত মেয়ে , মাইলস্টোন নাকি…
নাকে, জলে করেছে গোপালপুর কে!
ওড়িষা কাঁপছে থর হরি কম্পনে
পর্যটন খালি হয় পুরীর থেকে।
বিনা হস্তে পূজো পায়না শুক্রবারে
ফণী তাই পূজো দেয় জগন্নাথ কে।
ওড়িষা-বাংলা হয়েছে একাকার
হু হু করে ভরে দিয়েছে ওদেরকে !
সুনাম ধন্য ফণীর বিংশ পার,
নষ্ট সমুদ্রের বালির ভাষ্কর্য কে!!