STORYMIRROR

DR.GAUTAM MANNA

Romance Action Thriller

3  

DR.GAUTAM MANNA

Romance Action Thriller

চেতনার অভাব ডাঃ গৌতম মান্না

চেতনার অভাব ডাঃ গৌতম মান্না

1 min
8


লেখা পড়া করবে যে

 গাড়ী ঘোড়ায় চড়বে সে ?

লেখা পড়ায় মুর্খ যে 

মজুর মুদ্দুর হয় সে,

লেখা পড়া করছে যে 

টোটোর চালাক হবে সে ।

সরকারি চাকুরে যে 

প্রেমের আলো দেখায় সে…

মোবাইল ফোন পায় যে

 নগ্ন ছবি দেখবে সে ।

অধ্যাপক হয় যে 

মন্ত্রীর মন্ত্রী হতে চায় সে,

মনের বিকাশ প্রকাশে যে

 চুরি বিদ্যা জানে সে।

নেতা হতে জানে যে 

খুন খারাবি করবেই সে!

চাকরি চুরি করে যে 

প্রমান লোপাট করে সে ।

বুদ্ধির অবকাশে বুদ্ধি যে 

জ্ঞানীদের জানে সে ।

স্বাস্থ্য অবচেতন যে 

মূর্খামি জানান দেয় সেঃ… 

চুরি বিদ্যা রপ্ত জানে যে 

বিদেশে পাড়ি দেবে সে

শিক্ষা বোঝে না যে

 শিক্ষায় শিক্ষিত হতে চায় সে ।

 নরনারীর অধিকারে যে

 ভিক্ষা করা জানে সে,

প্রেম করতে জানে যে 

লম্পটদের তলায় সে?

ভুলভাল কথা বলে যে 

নিজের জন্য ভাবে সে ।

ধ্বংস করে যে 

কোন কিছু গড়তে জানে না সে…

মানুষ অমানুষে যে 

নোংরামী কথা বলে সে ।

জ্ঞান অর্জন করে যে

 চুরি বিদ্যায় মহান সে 

ভুল কথা বলে যে 

জ্ঞানীদের খচ্চর হয় সে !

নারীদের ইজ্জতে যে 

ধনঞ্জয়ের ধনত্বে সে…

চুরি বিদ্যা জানে যে 

জ্ঞানের ইজ্জত হারায় সে ।

গড়তে জানে যে 

ধ্বংস করতে পারবে না সে,

অহংকারী হয় যে

 পৃথিবী ধ্বংস করে সে !

সুশিক্ষা জানে যে 

সমাজের বুকে মার খায় সে..

কুশিক্ষা জানে যে 

বড়ো মাপের মানুষ হয় সে ।।










Rate this content
Log in

Similar bengali poem from Romance