STORYMIRROR

DR.GAUTAM MANNA

Romance Tragedy Action

3  

DR.GAUTAM MANNA

Romance Tragedy Action

কবিতাজিজ্ঞাস্য ডাঃ গৌতম মান্না

কবিতাজিজ্ঞাস্য ডাঃ গৌতম মান্না

1 min
197

কবিতা 

জিজ্ঞাস্য 


আমি ছিলাম ছোট্ট একটি ছেলে 

নাম ছিল না ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর 

বড়ো হয়ে কী হতে পারি তা আমারই…

জানা ছিলো না মানে, অনেক কিছুর?

মনের মধ্যে প্রশ্ন জাগে বাংলা ভাষার,

আর কি কি রুপ হতে পারে বর্ন মালার!

জ্যোতি চিহ্নের ব্যবহার কাকে বলে ওরে –

 করবি না কখনো তার অপব্যবহার।

মানে আছে বহু রকম অনেকের জানা,

পারিস যদি বুঝতে মানে, খোঁজে সোনার…

জ্যোতি চিহ্নের ব্যবহার ??????, আছে 

আরও কতো ধরনের!!!!!!!! কি বলেরে…

মনের মধ্যে জাগে ““““ ”””””” এদের কি মানে ? আরও আছে কতো শত।।।।।। দাঁড়ি ভাইয়ের 

এদের জন্য আছেন অনেক কবি,জানে কি….

এ সবের কি মানে? ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর,

না। তিনি ও আজ পরলোকে রয়েছেন কি? 

জানি না,থাকলে খুঁজে বেড়াতেন মানে-র ।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance