কবিতা বৃষ্টি বাদলাডাঃ গৌতম মান্না
কবিতা বৃষ্টি বাদলাডাঃ গৌতম মান্না
বৃষ্টি বাদলা
মেঘলা আকাশ বৃষ্টির ঝাপসা,
আসছে নকলা ঘুরছে বাঘলা ,
কালো মেঘে ঢেকে দিয়েছে নৌভেলা,
দেখছি ,ভাবছি,যতো ছলাকলা….
প্রাণ ভ্রমোরের সুষমা সুজলা,
মেঘে মাঝারে সৌখিনতার দোলা ।
ঝিম ঝিম বৃষ্টির এক পশলা,
গায়েত্রী মন্ত্রে ভিজে গিয়েছে ঝোলা।
মেঘলা আকাশ বৃষ্টির ঝাপসা,
ধরছে গুনছে করছে ফসলা
বাড়ি ফেরেনি মঘা,দেখে জটিলা
হাসছে নকলা, ঘুরছে বাঘলা!
মেঘলা আকাশ বৃষ্টির ঝাপসা।
সৃষ্টি ভয়ে বাদলা,আছে জটিলা ।
বেঁচে গিয়েছে নবীন প্রবীণ স্ব..
জীবন হাতের মুঠোয় সুশীলা…
প্রাণের প্রিয় আজ হয়েছে ভেলা
জীবন যুদ্ধে খেলে বৃষ্টি বাদলা !
