বাইশে শ্রাবণ ডাঃ গৌতম মান্না
বাইশে শ্রাবণ ডাঃ গৌতম মান্না
কবিতা
বাইশে শ্রাবন
বাইশে শ্রাবণ আসলে পরে, বিশ্ববাসীর মনে পড়ে…
সৃষ্টির অকাল বর্ষণে বাইশে শ্রাবণ উৎযাপন রণে। আশার আলো দেখায় যে জন, তার মুর্তি করি নির্বাসন। পথে ঘাটে অনেক কবি জন্ম সেথায় মাতৃভূমি, জীবন যৌবন ধ্বংস করে পার হয় যে নিপিড়নে ….
সৃষ্টির বর্ষণ আজ হয়েছে বহু জাতির জ্ঞান লাভ, তারাই আবার ফ্যাসিবাদী কায়দার মার। ভূমিকা পালন করে একজনা, নাম তার লেখা রবে রবীন্দ্রনাথের মৃত্যু দিবস জানে কি না? এপার ওপার সবাই সমান ভাবের বিকাশে, আজ সৃষ্টির রুপকার হয়েছে অবসান। তাই তো সবাই ছুটে মরে মৃত্যু দিবস আজ বাইশে শ্রাবণ। পৃথিবীতে জন্ম মৃত্যু সবই রয়েছে সেথায়, মাতৃভূমি জীবন মরণ থাকবে শুধু সৃষ্টির স্মরণ। যাকে ঘিরে এতো কিছু, তিনি আজ মধ্যমনির মার্জিত সৃষ্টি শিক্ষনীয় গুন। সবাই আজ জানবে নতুন কোন রুপে, তার জন্য পালন হবে কালো ব্যাজ ধারণ করে। গানে গানে ভরিয়ে দেবে নোবেলজয়ী কে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা বাইশে শ্রাবণ সে।।

