কাটাছেঁড়া ডাঃ গৌতম মান্না
কাটাছেঁড়া ডাঃ গৌতম মান্না
কবিতা
কাটাছেঁড়া
সব জান্তা সব জান্তা বলো না,
বলেই চিৎকার করো না।
জঙ্গলে থাকে যারা, তারাই কি
পরের কথা চিন্তা করে না?
জন্তু জানোয়ারের দল ওরা
বোঝে না অপরের কথা? না।
জীব কুল করে ভুল বুঝবে ওরা….
প্রমান কি রাখবে না?
জীবনকে করো কাটাছেঁড়া
এটাই তো সবাই বোঝে না!
সমস্ত জীব জগত কূলে
মনের মধ্যে আছে চেতনা।
তাই তো ওরা ওদের থেকে
সবাই সবার আলাদা কি না?
আবিল জলে আছে বখাটে
সবে মিলে,ওরা কাজ করে না।
মানুষ তার ব্যতিক্রম নই
ওদের সঙ্গে সমান কি না?
কাটাছেঁড়া করে দেখো সব
সবাই সবার যোদ্ধা বল না।।
