কবিতা হুমকি ডাঃ গৌতম মান্না
কবিতা হুমকি ডাঃ গৌতম মান্না
কবিতা, হুমকি
চল চল সবাই ক্লাসে চল
পড়াশোনাই হলো মাতৃ বল
আছে যতো দাদাগিরি দল
ভাঙবে না তো কোন মনোবল ?
আমরা তো আমাদের দল
থাকবে না তো নারীর বল…
শিক্ষা রবে না ওদের দল
পড়বে না মরবে শব জল !
শিক্ষা নিলে ভিক্ষা মনোবল
মদ্যপান করবে সর্ব দল
নারীদের হাতে থাকবে কল
মরনে ওদের চোখের জল ।
আমরা ধরবো নাকো বোতল
শিক্ষা দিয়েছে নারীর দল
ধর্ষণের শিকার কারা বল?
হৃদয়ে থাকবে না সুপ্ত জল।
মৃত্যুই কি ওদের মনোবল?
নীরবে কী সমস্ত থ্রেট কল?
হাড় ভাঙবে ওদের মাস্তুল
জানন দেবে ধরিত্রীর কুল।।

