রুদ্ধশ্বাস
রুদ্ধশ্বাস
জীবন
পাতার মতো ঝরছে
বাগান কাঁদছে
নিঃশব্দে
মুমূর্ষু বসন্ত
আকাশের তারাগুলি
তাদের নিরাময় আলোয়
সন্দিগ্ধ
সেবক-সেবিকারা, রাজনৈতিক
নেতারা তাদের নিজেদের
লড়াই করছেন,
দেশগুলি, পরস্পরকে
দোষ দিতে উন্মত্ত, আর
টিকা অর্থ উপার্জনে রত,
ভাইরাস দাপটিয়ে বেড়াচ্ছে
সার্কাস