STORYMIRROR

Supratik Sen

Inspirational

3  

Supratik Sen

Inspirational

নিজের গল্প

নিজের গল্প

1 min
96


কত লোক হাটছে দেখ, 

বাসে, ট্রামে ঝুলছে দেখ

কিম্বা যারা লকডাউনে

বাড়ির ভিতর বন্দি আছে, 

বন্ধ ঘরে বেকার হয়ে 

হতাশ হয়ে বসে আছে, 

কাছে গিয়ে জিজ্ঞেস কর

সবার কাছেই লুকিয়ে রাখা

সুখদুঃখের গল্প আছে। 


কান্না, হাঁসির কথা কত

স্মৃতির খাতায় লেখা আছে

কারুর গাথা প্রকাশ পেলেও

বেশিরভাগই হারিয়ে যায়

ঝরাপাতার ঠিকানায়। 


তবুও তারা লিখে চলে, 

জীবন দিয়ে কথা বলে, 

প্রতি ক্ষণে, প্রতি পলে, 

মরে, বাঁচে, যুদ্ধ করে

নিজের গল্প ঘরে বাইরে

নিজের তালেই ঘোরে ফেরে। 




Rate this content
Log in

Similar bengali poem from Inspirational