STORYMIRROR

Supratik Sen

Tragedy Others

2  

Supratik Sen

Tragedy Others

মহামারীর মানচিত্র

মহামারীর মানচিত্র

1 min
360

শহরের ব্যস্ত পথঘাট

যেন চুপ হয়ে গেছে,

কোনো কোলাহল নেই

চলাচল থমকে থেমেছে। 


বিদেশ থেকে আসা

ভাইরাস রাক্ষস 

গিলছে ধীরে ধীরে 

জীবনের স্রোত 

দৃষ্টির বাইরে 

লুকোচুরি করে।


ওই দেখো ক্ষুধার্ত শ্রমিকের দল,

যারা শহরে এসেছিলো পেটের জ্বালায়

পায়ের ঘাম মাথায় ফেলে ওরা 

কাজ করে, খেটে খায়।  

শহরের দরজা আজ বন্ধ তাদের কাছে, 

তাই তারা নিরুপায় হয়ে, 

গুটি গুটি পায় ফিরছে তাদের গ্রামে। 


সমস্ত জগৎ আজ সম্ভিত

মৃত্যুভয়ে ভীত, আতংকিত

এক সুরে বাজছে ভয়ঙ্কর গান

জীবনযুদ্ধের এই বুঝি হয় অবসান।


মুখে মুখোশ পরে সভ্য সমাজ

সবাই আনটাচেবল আজ,

স্বাশ প্রশ্বাসে অবিশ্বাস 

স্বেচ্ছা নির্বাসনই সকলের প্রয়াশ।


কি করবে তারা? কালো ছায়া

নেমে এসেছে পৃথিবীর আকাশে

কোনো চাঁদ নেই, নেই কোনো তারা

হঠাৎ এ কি ঘন অমাবশ্যার ঘোর

ধ্বংস করছে জীবন, ভাঙছে ভালোবাসার ঘর

সারা পৃথিবী জুড়ে অনিশ্চয়তার হাহাকার

ভাবছে মানুষ হয়ে ব্যাকুল, বিভোর,

কবে কাটবে এই মহামারীর আঁধার

আসবে কবে জীবনের ভোর।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy