পরমাত্মা
পরমাত্মা
আমার দেহ যখন হবে শব
ঘুচবে সব শব্দ, কলরব,
না-বলা ব্যথার আর্তনাদ যত
মন-যন্ত্রের যন্ত্রনা আর খত
অসাড় হয়ে পুড়ে যখন,
হাঁড়ির ভিতর হাড়গুলো সব
নাড়ির সাথে থাকবে হয়ে ছাই
হে বন্ধু, তখন এসো আলো হয়ে
আমার অস্থি ভাসিয়ে দিতে,
আমায় সাথে নিয়ে যেতে
আমার প্রিয় পরমাত্মা ভাই।