রোজ নামচা
রোজ নামচা


মেঘেরা অকাল শীত ঘুমে গেলে
কি এসে যায় যাপন চিত্রে?
শুরু হয়েছে যে দৌড়, তার
প্রতি পাতার ছত্র জুড়ে
লেখা আছে সৈনিক ব্রতকথা,
মজে আছি নামতা পাঠে
উত্তরাধিকারে জীবিত থাকে
এ প্লাস বি হোল স্কোয়্যার,
মালিক সদয় হলে
জিরিয়ে নেয় নিত্যতা সূত্র,
শিউলি ঝরার মত দুচারটে
স্মৃতি বিলাস এসে পড়ে,
হোল স্কোয়্যার কিউব হয়
থ্রি ডাইমেনশন ফ্রেমের বাইরে
ঊর্ধ্বগামী অঙ্গুলি সীমানা নির্দেশ করে।