STORYMIRROR

Partha Roy

Classics

4.3  

Partha Roy

Classics

পাখী জন্ম

পাখী জন্ম

1 min
743


কতবার দেখতে হবে

-      এই পাখী জন্ম?

খুলে যায় হা মুখ

লীন হয়ে যায় কেউ কেউ;

মনের দরজা আগল ছাড়া

মস্তিষ্কের চোখ শৃঙ্খলা ভাঙ্গে গঙ্গার ঘাটে ;

সারিবদ্ধ দাঁড়িয়ে যত স্বজন

কেউ উড়ে গেছে

কেউ ডানা মেলার অপেক্ষায়,

এই উড়ান দেখতে দেখতে

আমিও একদিন ডানা মেলব

-      কোন অজান্তে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics