পাখী জন্ম
পাখী জন্ম
কতবার দেখতে হবে
- এই পাখী জন্ম?
খুলে যায় হা মুখ
লীন হয়ে যায় কেউ কেউ;
মনের দরজা আগল ছাড়া
মস্তিষ্কের চোখ শৃঙ্খলা ভাঙ্গে গঙ্গার ঘাটে ;
সারিবদ্ধ দাঁড়িয়ে যত স্বজন
কেউ উড়ে গেছে
কেউ ডানা মেলার অপেক্ষায়,
এই উড়ান দেখতে দেখতে
আমিও একদিন ডানা মেলব
- কোন অজান্তে।