আগমনী
আগমনী


আজ যে আকাশ সুনীল,
আগামীতে হয়তো সেখানে কালো মেঘেদের মিছিল
আজ রাতে যে জোনাক সখ্যতা করে,
কাল সে অভিমানে গরহাজির থাকতে পারে।
শার্সির কুয়াশা মুছে বাইরে দৃষ্টি মেললে
বিদায় বেলায় ঝরা পাতাদের আঁখি ভেজে,
রাত ফুরলে আদুরে রোদ্দুর হেসে ওঠে
নব পল্লবের কান্না শুনে।
রাতের সন্ধ্যারতি, ভোরের আজান
কবরের বুকেই মুখ রাখে সৃষ্টির উজান।
হাসির গায়ে যে কান্না থাকে
সেই তো আবার হেসে ওঠে,
দিনের শেষে রাত, রাতের পরে দিন
প্রকৃতির এই কর্মকাণ্ড তো অমলিন।
এসব কথা যেকোনো পুঁথির খোলা পাতা
শুধু, আড়ালে থাক তোর আমার শেষের কবিতা,
সমাপ্তির গায়েই লেখা থাকে আবাহনের গান
উদ্বোধনেই খোদিত হয় শেষের কলতান।
তার চেয়ে বরং আয়-এই মাহেন্দ্রক্ষণে সব সুরেতে,
রামধনুর রঙ ছড়িয়ে দিয়ে বলি,
“আজ জীবন খুঁজে পাবি,
ছুটে ছুটে আয় ...” ।