আমার প্রথম প্রেমিকা
আমার প্রথম প্রেমিকা


সে এক কদম কিশোরী
আলো ছায়া ঘেরা
স্বপ্নময় পদ্ম মুকুল
ফ্রকের মায়ায় মোড়া ;
দিনগুলো পলাশ রাঙা
লাজুক ভোরে ফাগুন
ইচ্ছে ডানায় সন্ধ্যে ভয়
তবুও মনে আগুন ;
আমি তখন কিশোর সবুজ
চিরকুটে আলাপ
ভুল বানানে কি এসে যায়?
শিউলি গন্ধে প্রলাপ ;
ভীরু চুমু ঠিকানা খোঁজে
গোলাপ কপোল জুড়ে
অঙ্ক শেখা পথ হারাত
চিলে কোঠার ঘরে ;
আগুন ঝরা দিন এলে
বাতাসে বারুদ ঘ্রাণ
ঘাসের ডগায় রক্ত দাগ
ওর দাদা হারায় প্রাণ ;
উধাও হল এক সকালে
ভগ্ন হৃদয় পরিবার
বলি হল অনেক রাত
বুক ভরা হাহাকার ;
ছায়া যখন দীর্ঘতর
হঠাৎ দেখা এক মলে
নিখোঁজ সে কদম কিশোরী
সুখের মেদের তলে।