Partha Roy

Classics


2  

Partha Roy

Classics


জলছবি

জলছবি

1 min 522 1 min 522

কাঠ ফাটা রোদ্দুর - বিজন পথ ঘাট আলসে দুপুর  

ভীরু নিস্তব্ধতা - ভগ্ন দেওয়ালে মৃত্যুর পরোয়ানা

গগনচুম্বী মিনার পেয়েছে জন্ম সনদ –

হাতুড়ির ঘায়ে উঠে আসে ক্ষতের রসদ 

জীর্ণ দীর্ণ সেই জানালা - এখনও আছে

অস্থিসার, ফাঁসির দড়ি এগিয়ে আসে কাছে- আরও কাছে  ##

সাদা কালোয় ধূসর ছবি -

সাইকেলের ঘণ্টা - রোগাটে গড়ন

মুখে ব্রণ - দুরুদুরু তরুণ

দুই বিনুনি - সাহসিনী কিশোরী

চোখে ঝিলিক - চিঠি চালাচালি

কাঁচা লেখা - বানান ভুল

শব্দ বাক্যের গা ঢলাঢলি,

ফ্রকে ঢাকা কচি পেয়ারা

কখন ওড়না ঢাকা পাকা ডালিম

“কাওয়ার্ড”, “অপদার্থ” দেখেনি এসব,

দেখেনি এই বিবর্তন,

কবিতার পুকুরে শব্দ ছন্দের খোঁজে

উন্মত্ত এক পানকৌড়ি

নতুবা ইজেলে প্রেমিকার মুখ আঁকায় মগ্ন ডুবুরি ; 

সাদা কালোয় ধূসর ছবি -

পঙ্খিরাজের ধুলো উড়িয়ে কড়া নাড়ে প্রবাসী রাজপুত্র 

সানাইয়ের কান্না মাথা রাখে গোলাপের সুবাসিত বুকে 

পরবাসে ফেনিল শয্যা রাখে শীৎকারের হিসেব

শূন্য জানালা, দীর্ঘ হয়েছে অপেক্ষাদের ছায়া

গুমোট ঘর, মুখে সাগরের নোনা ধারা ##

দীর্ঘশ্বাসের বয়েস এখন সাতাশ

ভাঙ্গছে বাড়ী, ভা ঙ্গবে সেই জানালা

অশরীরী অনুরণন “তুমি একটা যা তা’

কাঁধে ঝোলা ব্যাগ- বাংলা পরীক্ষার খাতা 

ক্লান্ত চরণ খুঁজে ফেরে জীবনের ঠিকানা

বিড়বিড় করে রবার্ট ফ্রস্টের কবিতা

“মাইলস টু গো বিফোর আই স্লিপ

মাইলস টু গো বিফোর আই স্লিপ”।


Rate this content
Log in

More bengali poem from Partha Roy

Similar bengali poem from Classics