পড়ন্ত বিকেলে
পড়ন্ত বিকেলে
আলগোছে ছুঁয়ে আসি তোমার গ্রীবার বিষাদ
পুঞ্জীভূত মেঘেদের ছায়া এড়িয়ে- এখনও,
যে বনপথ ধরে মুঠো মুঠো আলোকবর্তিকা নিয়ে তোমার কাছে যেতাম
হারিয়ে ফেলেছি তার ঠিকানা,
পড়ন্ত বিকেলের যৌবন ঝরা আলোয়
এখনও আকাশ জন্ম ধনী করে চাঁদ ওঠে,
বিস্তারিত হয় ঘুম ভাঙ্গানিয়া বাউল ধুন
এই পৃথিবীর কোন অন্তিম স্টেশনে,
অঘ্রাণের নবান্ন ধানের হাসি মুছে কি অনায়াসে
তোমার বিষাদ গান শোনালে,
কি করে ভুলে গেলে?
অনেক প্রহর ভোলা রাতে আমাকে ছুঁয়েছিলে বলে
এখনও তোমার ছাদের ঘরে
জোনাকিরা দীপাবলি পালন করে।