রীলে রেস
রীলে রেস


ক্লান্তিহীন এই রীলে রেস,
সরে যায় একটা বছর
ক্ষয়ে যেতে যেতে
ব্যাটনের গায়ে কত শত হাতের ছাপ ;
সমাগত ২০১৯ এর ফেয়ারওয়েল
শোনা যায় নবজাতক ২০২০ এর কান্না;
সেলিব্রেশন, আতসবাজি
একদিনের সমারোহ
নিয়নের চড়া মেকআপে
পৃথুলা শহর ঢাকে বলিরেখা,
চিয়ার্স! শ্যাম্পেন চোলাই জিন্দাবাদ
এক আকাশের নীচে এসি আর কুয়াশার সহাবস্থান;
আজকের নবজাতক একদিন এই মধু চন্দ্রিমা ভুলে যাবে-
সবাই জানি- এই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর
তবুও ভুলতে ভালবাসি,
বিদায় দুই হাজার উনিশ।