অপেক্ষা
অপেক্ষা


ভালো আছি-র কৃত্রিম প্রলেপ
লুকনো শ্রাবণে ধুয়ে গেলে,
অপ্রস্তুত হাসিতেও বিষাদ মেশে ;
আসলে,
রাত জাগা প্রহরে
তোমার অবিন্যস্ত আঁচলে লেগে আছে
আমার আদরগুলোর সুখ,
পুনর্নবীকরণের অপেক্ষায়-
এখনও উন্মুখ।
ভালো আছি-র কৃত্রিম প্রলেপ
লুকনো শ্রাবণে ধুয়ে গেলে,
অপ্রস্তুত হাসিতেও বিষাদ মেশে ;
আসলে,
রাত জাগা প্রহরে
তোমার অবিন্যস্ত আঁচলে লেগে আছে
আমার আদরগুলোর সুখ,
পুনর্নবীকরণের অপেক্ষায়-
এখনও উন্মুখ।