নতুন রাজার দেশ
নতুন রাজার দেশ
এ এক রাজার নতুন পুরান, এ এক রানীর গড়
সময় সময় মানুষগুলো সাজছে নভোশ্চর
কেউ ছুঁয়েছে কালপুরুষ ও কেউ ধরেছে চাঁদ
তোমার আমার সবার চেয়ে তার বেশি আল্হাদ
তবুও গায়ে সুযোগ বুঝে রং করেছে কালো
ভাবছে বুঝি সেই ধোঁয়াশা সবচেয়ে জমকালো
উড়ছে মাছি, শুঁকছে এসে প্রভাতফেরির দল
রোজই নতুন রাজ্যাভিষেক, মুকুটটি সম্বল
একটি দিনেই নতুন রাজা স্বপ্ন দেখে কত
মন্ত্রী হবে শাস্ত্রমতে, সেসব বংশগত
পক্ষিরাজের নিলাম শুরু, ডানার কদর বেশি
উড়িয়ে যাবে চোখ আড়ালে, সেইমতো নির্দেশই
এমন ভা
বে হটাৎ যখন ঘোড়ার ওজন বাড়ে
ভেসেই চলা রাজা তখন নিয়ম চুরি করে
ঝাপটে পড়ে মাটির ওপর, ভীষণ ভরাডুবি
কিন্তু ঘোড়া উড়তে জানে, রাজার বিপদ খুবই
নগর থেকে দেখছে যারা শ্রমিক, মজুর, চাষা
ভাবছে এখন মাটির পড়ে ফল ঝরেছে খাসা
কালো রঙের গা টুকু তার, চোখের কোণে মোহ
গ্রামবাসীরাও তাকিয়ে দেখে কালো রাজার দেহ
নতুন কোনো লোক এসেছে রাজার মতো সাজ
কালো সে নয়, বিনা রঙেই বেশ ধরেছে আজ
খোঁজ পড়েছে পক্ষীরাজের, পাইক নিলো গান
বললো রাজা, পা'ই তো বেশ, থাক শুধু সম্মান ।