মেঘনা, বর্ষাকাল তুমি
মেঘনা, বর্ষাকাল তুমি


তুমি কিচুক্ষন আগে আকাশে গেছিলে,
তাই না? এই ধরো মিনিট পাঁচ আগে!
আকাশে দেখলাম ঘন মেঘ ভেসে ছিল,
নিছক তোমার অভিমানের মতো -
ঠিক তুমি মন ভার করে থাকলে যেমন লাগে!
কিন্তু, কোনো পূর্বাভাস ছিল না! তাহলে হঠাৎ?
তারপেরই বৃষ্টি একপশলা!
তোমার এই খেলাটা বেশ লাগে;
প্রথমে মন ভারী; তারপর, অভিমান!
দিয়ে বিদ্যুৎ; অবশেষে, মুষলধারে বৃষ্টি!
কি চমৎকার, রোমাঞ্চকর প্রদর্শনী!
সে কারণেই, বর্ষাকাল আমার ভীষণ প্রিয়!
বুঝলে, মেঘনা?