সাদা মনে লেখা
সাদা মনে লেখা
সারা রাত তোমায় ভেবে,
একলা ঘরে চুপটি করে।
দুঃখের জ্বালা যেনো নেভে,
চাঁদের আলোয় ঘর যে ভরে।
মনের সাদা খোলা পাতা,
কলম তোমার হাতে রাখা।
জানি না কোন পথে হাঁটা,
দুজনে মিলে স্বপ্ন আঁকা।
সারা রাত তোমায় ভেবে,
একলা ঘরে চুপটি করে।
দুঃখের জ্বালা যেনো নেভে,
চাঁদের আলোয় ঘর যে ভরে।
মনের সাদা খোলা পাতা,
কলম তোমার হাতে রাখা।
জানি না কোন পথে হাঁটা,
দুজনে মিলে স্বপ্ন আঁকা।