STORYMIRROR

Arpan Basu

Abstract Fantasy

4.6  

Arpan Basu

Abstract Fantasy

সমুদ্রবন্ধু

সমুদ্রবন্ধু

1 min
32K


খোলা আকাশের নীচে যদি আরও একবার

দেখা হয় তোমার-আমার

যদি কথা হয় শরবনে, মৃতদের দ্বীপে

তবে, হে সমুদ্রবন্ধু

ভেসে যেতে চাই আমি তোমার ভিতর

টুকরো টুকরো হয়ে মিশে যেতে চাই

প্রতি ফোঁটা জলে ও বুদবুদে


আমায় গ্রহণ কর...

আমি জানি, তোমার অদৃশ্য হাতে

জীবনের জাদু-দণ্ড আছে, যা আবার জোড়া দেয় প্রাণ।

আমাকে হরণ কর করোটি-জাহাজে,

ডুবে থাকা সভ্যতার শূন্য হাওয়ায়..

যে জাহাজে কমবেশি সকল জীবিত

ঘুমোয় নীরবে মৃত শরণার্থী হয়ে।


দিগন্তে, আমি দেখি আকাশ গড়িয়ে

ধাপে ধাপে নেমে আসে প্রাচীন সড়ক

যে সড়ক কল্পজাত - স্বচক্ষে দেখিনি...

ধোঁয়ার আড়াল থেকে পাল পাল হিরণ্য হরিণ ছুটে আসে।

তবে কি এখন আমি পৃথিবীর নীচে

হারানো ডুবুরি হয়ে কিংবদন্তী খুঁজি?

আমায় নির্জন কর,, হে আদিম সমুদ্রের পিতা,

শাস্তি দাও। নিয়ে চলো – চন্দ্রাহত মাছেদের দ্বীপে

যেখানে আহত মাছ, রক্তের মাস্তুল

দুলে ওঠে আত্মহত্যা কালো পোড়া স্মৃতি ও সন্ধ্যায়...


খোলা আকাশের নীচে যদি আরও একবার

দেখা হয় তোমার-আমার

যদি কথা হয় শরবনে, আলেয়ার দ্বীপে

তবে, হে, সমুদ্রবন্ধু, দিও

দিও তবে স্বেচ্ছামৃত্যু, আদিম বিরহ।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract